ডিআইইউতে তৃতীয়বারের মতো ‘কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল’

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) তৃতীয়বারের মতো কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল (সিডিএসটিএফ) শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ এই ফেস্টিভ্যালের আয়োজন করেছে।
এবারের আয়োজনের থিম ‘কালারস অফ বাংলাদেশ’। এই আয়োজনের মূল উদ্দেশ্য বাংলাদেশে সৌন্দর্য, বৈচিত্র্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরা। ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উৎসবটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৮-১৯ ফেব্রুয়ারি।
এই উৎসবে অংশগ্রহণের জন্য ফ্রি-ওয়েব প্ল্যাটফর্মে ভিডিও জমা দেওয়া যাচ্ছে। বাংলাদেশের মানুষ, সংস্কৃতি, ইতিহাস কিংবা জীবনধারার ওপর নির্মিত ভিডিও পাঠানো যাবে যেকোনো ভাষায়। চারটি ক্যাটাগরিতে ভিডিও জমা নেওয়া হচ্ছে-সাংবাদিকতা, ইন্ডিপেনডেন্ট, ডিআইইউ কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ও এক মিনিট।
সিডিএসটিএফ’র প্রধান উপদেষ্টা ও ডিআইইউ’র সাংবাদিকতা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আফতাব হোসেন বলেন, বাংলাদেশের গল্পগুলোকে ইতিবাচকভাবে বিশ্ব দরবারে তুলে ধরার জন্যই এই আয়োজন।
ফেস্টিভ্যালের কনভেনর এবং ডিআইইউ’র সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম. আবুল কাবির খান বলেন, ‘আমাদের নিজেদের গল্পের মাধ্যমে আমরা বাংলাদেশকে নতুনভাবে দেখতে চাই, বিশ্বকে দেখাতে চাই।’
উল্লেখ্য, গত দুই আসরে দেশ-বিদেশ থেকে সিডিএসটিএফ বিপুল সাড়া পেয়েছে। ১১০টিরও বেশি দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও জমা পড়েছে এবং নির্বাচিত ভিডিওগুলো উৎসবে প্রদর্শিত হয়েছে।