জাবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন কেন্দ্রীয় লাইব্রেরি ভবন থেকে পড়ে আরিফুল ইসলাম (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বাসিন্দা।
গতকাল শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে লাইব্রেরি ভবনের লেকচার থিয়েটারের চতুর্থ তলা থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকায় স্থানান্তরের পথে তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, বেলা ১১টার দিকে কয়েকজন শ্রমিক আরিফুলকে নিয়ে আসেন। তার মুখে গুরুতর আঘাত ও দাঁত ভেঙে গিয়েছিল। অবস্থা সংকটাপন্ন দেখে তাকে দ্রুত এনাম মেডিকেলে পাঠানো হয়।
নির্মাণাধীন ভবনের কাজ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অনিক ট্রেডিং কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। আমাদের নির্মাণকাজ আপাতত বন্ধ। তবে কিছু শ্রমিক সেখানে অবস্থান করছিল। আমাকে ফোনে জানানো হয়েছে যে একজন শ্রমিক পড়ে মারা গেছেন। এর বাইরে আমি কিছু জানি না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এমন একটি বড় দুর্ঘটনা ঘটেছে অথচ প্রশাসনকে কিছুই জানানো হয়নি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনিক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।