খাগড়াছড়িতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার শুকনাছড়া এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রুমেশ চাকমা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রুমেশ চাকমার বাড়ি দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের শুকনাছড়া এলাকায়। তিনি একটি বাগানে গাছের ডাল কাটছিলেন। এ সময় গাছের ডাল বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দীঘিনালা আবাসিক প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী উজ্জ্বল হোসেন বলেন, যেসব এলাকায় বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে গাছের ডাল কাটার আগে আমাদের জানালে আমরা সতর্কতামূলকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখি। কিন্তু এই ঘটনায় পূর্বে কোনো তথ্য জানানো হয়নি।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, বিদ্যুতায়িত হয়ে একজন যুবকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ থানায় আসেনি।