ডাকসু নির্বাচন
‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিনের মতোই আনন্দ লাগছে’

দীর্ঘ ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে, বিশেষ করে নারী ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। অনেকেই আজকের দিনটিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিনের মতোই আনন্দময় বলে অভিহিত করছেন।
এই বছর ডাকসু নির্বাচনে মোট ১৮ হাজার ৯৫৯ জন নারী ভোটার রয়েছেন। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট দিতে আসা শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসবের আমেজ।
প্রথমবারের মতো ডাকসুতে ভোট দিয়েছেন উর্দু বিভাগের শিক্ষার্থী শিরীন আক্তার। তিনি বলেন, আমি আমার ভোটকে আমানত হিসেবে দেখেছি। তাই দেখে-শুনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আজকের দিন আমার কাছে ভর্তির দিনের মতোই আনন্দের লাগছে। অন্যরকম এক অনুভূতি।

পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী কাশফিয়া বলেন, এর আগে আমি কখনও কোনো ধরনের ভোট দেইনি। এটাই আমার জীবনের প্রথম ভোট। তাই আমার এক্সাইটমেন্টও অনেক বেশি। ভোট দিতে সকালেই বাসা থেকে ক্যাম্পাসে চলে এসেছি। রাতেই সিদ্ধান্ত নিয়েছি কাদেরকে ভোট দেবো।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক নারী শিক্ষার্থী ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ভোট খুবই সুশৃঙ্খলভাবে হচ্ছে। কোনো প্রকার তাড়াহুড়ো বা বিশৃঙ্খলা দেখিনি। ভেতরের পরিবেশও খুব ভালো।