হবিগঞ্জ-৪ আসন থেকে আ.লীগের মনোনয়ন কিনলেন ব্যারিস্টার সুমন
চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সংসদীয় আসন হবিগঞ্জ-৪-এর জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
আজ রোববার (১৯ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তিনি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়নপত্র কেনার পর গণমাধ্যমে এক প্রতিক্রিয়া জানিয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আমি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে আমার নির্বাচনি এলাকার মানুষের সেবা করার জন্যে কাজ করে যাব। আমি এমপি হতে চাই আমার এলাকার জনগণের দায়িত্ব নেওয়ার জন্য, পুরস্কারের জন্যে নয়।