আদালতের নির্দেশে মৌলভীবাজার উপজেলা ভোট স্থগিত করল ইসি
আদালতের নির্দেশে মৌলভীবাজার উপজেলা নির্বাচন স্থগিত করল নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (১৯ মে) এ সিদ্ধান্ত দিয়েছে সংস্থাটি।
এরই মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, আপিল বিভাগের সিপিএলএ নং ১৬০৮/২০২৪ এর ১৬ মে তারিখের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে ২১ মে অনুষ্ঠেয় মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
এ অবস্থায় সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।