আদালতে আসামি মিন্নি
সারা দেশে আলোচিত বরগুনার মো. শাহনেওয়াজ রিফাত শরীফ (২৬) হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ বুধবার। রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে মামলার অন্যতম আসামি ও নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি আদালতে উপস্থিত হয়েছেন। বাবা মোজাম্মেল হোসেন কিশোর আজ সকাল পৌনে ৯টার দিকে মোটরসাইকেলে করে তাঁকে আদালতে নিয়ে আসেন। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

১ / ৬

২ / ৬

৩ / ৬

৪ / ৬

৫ / ৬

৬ / ৬