ডক্টরোলা ও এনটিভি অনলাইনের মধ্যে চুক্তি
চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়ার এক অভিনব সেবা নিয়ে ডক্টরোলা ডটকমের যাত্রা। আজ রোববার ডক্টরোলার অফিসে সেবামূলক এই প্রতিষ্ঠানের সঙ্গে এনটিভি অনলাইনের পারস্পরিক সুযোগ-সুবিধা বিনিময়ের একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। ডক্টরোলার পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মতিন ইমন। আর এনটিভি অনলাইনের পক্ষে স্বাক্ষর করেন সহকারী ব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) এস. এম. মোর্শেদুল আরফিন। এ সময় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

১ / ৪

২ / ৪

৩ / ৪

৪ / ৪