রুবেনের হাতে স্বর্ণপত্র
৭০তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপত্র বা পাম দ্য’র পুরস্কারটি জিতেছে সুইডেনের চলচ্চিত্র ‘দ্য স্কয়ার’, ছবির পরিচালক রুবেন ওস্টলান্ড এ জন্য যারপরনাই আনন্দিত। পুরস্কারটি তিনি ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোচে ও স্পেনের পরিচালক, উৎসবের বিচারকমণ্ডলীর সভাপতি পেদ্রো আলমোদোভারের হাত থেকে গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে রুবেন হাসিমুখে আলোকচিত্রীদের সামনে দাঁড়ান। গতকাল রোববার ১০ দিনব্যাপী উৎসবের পর্দা নামে পুরস্কার ঘোষণার মাধ্যমে। ছবি: এএফপি

১ / ৮

২ / ৮

৩ / ৮

৪ / ৮

৫ / ৮

৬ / ৮

৭ / ৮

৮ / ৮