‘ন্যাড়া’ মাথার নায়িকারা
সিনেমার প্রয়োজনে অনেক তারকাই নিজেদের বেশভূষা বদলে ফেলতে দ্বিধা করেন না। অনেক সময় শারীরিক কাঠামো বা চেহারায় ‘বৈপ্লবিক’ পরিবর্তন আনতেও পিছপা হন না অনেকে। হলিউডি ছবির বহু অভিনেত্রী যেমন ছবির প্রয়োজনে নিজের মাথাভর্তি ঝলমলে চুল একেবারে কামিয়ে ফেলেছেন। শার্লিজ থেরনের কথাই ধরুন। ধুন্ধুমারি অ্যাকশনে ভরপুর ছবি ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’-এর জন্য মাথা কামিয়ে ফেলেছিলেন হলিউডের এই হার্টথ্রব অভিনেত্রী। ছবিতে তাঁর অভিনীত ‘ফিউরিওসা’ চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছে, মাথা কামানো সার্থক হয়েছে বটে! ছবি : সংগৃহীত

১ / ১০

২ / ১০

৩ / ১০

৪ / ১০

৫ / ১০

৬ / ১০

৭ / ১০

৮ / ১০

৯ / ১০

১০ / ১০