ঝলমলে পোশাকে রাশি
বলিউড, তেলেগু ও তামিল অভিনেত্রী রাশি খান্না। ক্যারিয়ারের শুরুতে তিনি মডেলিং করতেন। ‘মাদ্রাজ ক্যাফে’ দিয়ে বলিউডে অভিষেক হয় রাশি খান্নার। ২০১৪ সালে তেলেগু সিনেমা ‘ওহালু গুসা গুসালেড’-এ অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি। ‘জয় লাভা কুসা’ সিনেমাতে তাঁর শক্তিমত্তা দেখিয়েছেন তিনি। তাঁর তামিল সিনেমা ‘ইমাইক্কা নদিগাল’ ব্যাপক সাফল্য পায়।এ পর্যন্ত ২০টির বেশি সিনেমাতে অভিনয় করেছেন রাশি খান্না। ‘জোরু’, ‘জিল’, ‘শিবম’, ‘বেঙ্গল টাইগার’, ‘সুপ্রিম’, ‘হাইপার’, ‘রাজা দ্য গ্রেট’সহ বেশ কয়েকটি হিট তেলেগু সিনেমা আছে তাঁর ঝুলিতে। এ ছাড়া মালয়ালাম সিনেমা ‘ভিলেন’-এও অভিনয় করেছেন তিনি। সামাজিকমাধ্যমে বেশ সরব এ সুন্দরী। ছবি : রাশি খান্নার ইন্সটাগ্রাম পেজ থেকে নেওয়া

১ / ৭

২ / ৭

৩ / ৭

৪ / ৭

৫ / ৭

৬ / ৭

৭ / ৭