তিন নায়িকার ‘ভেলকিবাজি’
বিপাশা কবির, রোমানা নীড় ও আঁচল—তিন জনই চলচ্চিত্রের পরিচিত মুখ। কাছের বন্ধুও তাঁরা। এরই মধ্যে তাঁরা তিনে মিলে ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘থ্রি ডিভাস’ গড়ার উদ্যোগ নিয়েছেন। রাজধানীর আফতাবনগর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় গেটের কাছে তাঁদের প্রতিষ্ঠানটি উদ্বোধনের মধ্য দিয়ে তিন বান্ধবীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে শিগগিরই। এমনকি একসঙ্গে ছবিও নির্মাণ করছেন। এরই মধ্যে ছবির নাম ঘোষণা দিয়েছেন তাঁরা, নাম ‘ভেলকিবাজি’। এ ছবিতে তাঁরা অভিনয় করবেন। তাঁদের তৈরি প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইয়াং স্টার টিম’-এর প্রথম প্রযোজনা হবে এটি। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজনে এনটিভি অনলাইনের ক্যামেরায় বন্দি হন তাঁরা। একনজরে দেখে নিন সেসব স্থিরচিত্র। ছবি : শামছুল হক রিপন

১ / ১০

২ / ১০

৩ / ১০

৪ / ১০

৫ / ১০

৬ / ১০

৭ / ১০

৮ / ১০

৯ / ১০

১০ / ১০