জুভেন্টাসের মেডিকেল সেন্টারে রোনালদো
খবরটা বিশ্বকাপের সময় চাউর হয়েছিল যে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন। অবশেষে অনেক গুঞ্জনের পর রিয়াল মাদ্রিদ জানায় রোনালদো আর থাকছেন না। ইতালির ক্লাব জুভেন্টাসে যাচ্ছেন। দুই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় ফুটবলারের নতুন ঠিকানা। এরই মধ্যে ইতালির তুরিন শহরে জুভেন্টাসের মেডিকেল সেন্টারে যান রোনালদো। এ সময় ভক্তরা তাঁকে দেখতে ভিড় জমায়। ছবিটি আজ সোমবার, ১৬ জুলাই-২০১৮ তোলা। ছবি : সংগৃহীত

১ / ৭

২ / ৭

৩ / ৭

৪ / ৭

৫ / ৭

৬ / ৭

৭ / ৭