পরিবারের সঙ্গে মেসির ট্রফি ভাগাভাগি
এ মৌসুমে খুব একটা শিরোপা জেতা হয়নি। তাই বছরের একমাত্র ট্রফি জয়ের আনন্দটাকে দ্বিগুণ করতে মাঠে বার্সেলোনার হয়ে গ্যালারি মাতিয়েছে মেসি-নেইমারদের পরিবার। মা আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে এসেছিল মেসির দুই সন্তান থিয়াগো ও মাতেও। এরপর পুত্রদের নিয়ে বন্ধু নেইমার আর লুইস সুয়ারেজের সঙ্গেও ট্রফি নিয়ে উদযাপন করলেন মেসি। পুরো সময়টাতে পুত্রদের সঙ্গে দারুণ খুনসুটিতে মেতে ওঠেন বার্সার প্রাণভোমরা। ছবি : রয়টার্স

১ / ৬

২ / ৬

৩ / ৬

৪ / ৬

৫ / ৬

৬ / ৬