অর্ধলাখ টাকা বেতনে গ্রাম বিকাশ কেন্দ্রে চাকরির সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রাম বিকাশ কেন্দ্র। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
ম্যানেজার - প্রশিক্ষণ।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সমাজবিজ্ঞান/অর্থনীতি/হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ট্রেনিং বিষয়ে যেকোনো ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। জাতীয় এমএফআই সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ট্রেনিং কার্যে ও পরিচালনায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার, ইনফরমেশন সিষ্টেম, নের্টওয়াক, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং অটোমেশন কার্যক্রম,ট্রেনিং সফটওয়্যার সম্পর্কিত জ্ঞান থাকতে হবে। প্রশিক্ষণ এর মডিউল তৈরী, সেশন প্লান তৈরী এবং প্রশিক্ষণ এর বিভিন্ন এপ্রোচ সর্ম্পকিত বাস্তব জ্ঞান থাকতে হবে। বাংলা ও ইংরেজীতে কথা বলা এবং রির্পোট লেখার পারদর্শী হতে হবে। অনূর্ধ্ব-৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
দিনাজপুর।
বেতন
৫০,০০০-৬০,০০০/-টাকা। শিক্ষানবীশকাল তিন থেকে ছয় মাস এবং শিক্ষানবিশকাল উর্ত্তীণ হবার পর সংস্থার নিয়ম অনুযায়ী পিএফ, গ্র্রাচুইটি, দুইটি উৎসব ভাতা, মটর সাইকেল জ্বালানী, মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও সকল সনদপত্র, নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্র , সদ্য তোলা তিনকপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, মোবাইল ফোন নম্বরসহ নিম্নোক্ত ঠিকানায় সরাসরি আবেদন করতে পারবেন
ঠিকানা: ডেপুটি ডিরেক্টর-এইচআর অ্যান্ড এ্যাডমিন, গ্রাম বিকাশ কেন্দ্র, হলদীবাড়ী, পার্বতীপুর-৫২৫০, দিনাজপুর, বাংলাদেশ
আবেদনের শেষ তারিখ
৩১ ডিসেম্বর, ২০২২।
সূত্র : বিডিজবস