একাধিকজনকে নিয়োগ দেবে গণউন্নয়ন কেন্দ্র
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্র। প্রতিষ্ঠানটিতে প্রজেক্ট অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
প্রজেক্ট অফিসার
পদসংখ্যা
এই পদে সর্বমোট ২ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। প্রার্থীকে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।
যেকোনো প্রতিষ্ঠিত এনজিওতে দাতা সংস্থার অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পে ব্যবস্থাপনা, মনিটরিং ও সুপারভিশন, প্রতিবেদন তৈরি, কর্মী উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় সাধনে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
কক্সবাজার
বেতন
৫০,০০০ থেকে ৫৭,০০০ টাকা (মাসিক)
কোম্পানির সুযোগ-সুবিধাদি
প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
শুধু বাছাইকৃত প্রার্থীদের মোবাইল/ এসএমএস/ ই-মেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ-সংক্রান্ত বিষয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।
আগ্রহী প্রার্থীগণকে আগামী ২১ নভেম্বর, ২০১৯ বিকেল ৫টার মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদির কপিসহ (সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র) গণউন্নয়ন কেন্দ্র (GUK)-এর প্রধান কার্যালয়; নশরৎপুর, গাইবান্ধা-৫৭০০ অথবা সংস্থার ঢাকা কার্যালয়; বাড়ি নং-৯, সড়ক নং-১/বি, বনানী, ঢাকা-১২১৩ এই ঠিকানায় সরাসরি/ ডাক/ কুরিয়ারযোগে প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে। খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে ২১ নভেম্বর, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বিডিজবস