এসআই পদের মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষা শুরু সোমবার

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) (নিরস্ত্র) পদের মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষা আগামী ৯ মে, সোমবার থেকে শুরু হবে। অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৫৫০ জন প্রার্থী। তাদের মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষা আগামী ৯ মে থেকে শুরু হবে৷ চলবে আগামী ৯ জুন পর্যন্ত। পরীক্ষাটি রাজধানীর পুলিশ হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীগণকে (http://police.teletalk.com.bd) লিংকে প্রবেশ করে নতুনভাবে ইস্যুকৃত প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রার্থীদের অবশ্যই কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে