কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন অনলাইনে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।
পদের নাম
সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না। ব্যাংক খাতে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের পদ্ধতি
প্রার্থীরা অনলাইনে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?b1^7\0]1cD]AcJcp\a`yap^Acn[laO_o`/ao^.bbajbb[s`oZ/a=cg]p_r`tby_p[A`oa=_9]2]0c=`I_O]?^s].bl^pcebi`nbbbJ[m_c_sao^da._b\jb/]e_abnbu[ec&albpZb`Jbp9) আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১৫ নভেম্বর, ২০২১।
সূত্র : প্রথম আলো