বিভিন্ন জেলায় নিয়োগ দেবে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে কারিগরী সহায়তা সেবা (টিএসএস) নিশ্চিতকরণের মাধ্যমে কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষি পণ্যে বহুমুখীকরণে সহায়তা করার লক্ষ্যে ঢাকা, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, পিরোজপুর, বাগেরহাট, বরগুনা ও কক্সবাজার জেলায় কিছু সহকারী কারিগরি কর্মকর্তা (পুরুষ) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
সহকারী কারিগরি কর্মকর্তা (পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে কৃষি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। কৃষি বিষয়ে পরামর্শ এবং প্রশিক্ষণ পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল
কক্সবাজার, গোপালগঞ্জ, ঢাকা, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, মুন্সীগঞ্জ।
বেতন-ভাতা
মাসিক বেতন সর্বসাকুল্যে: ২৩,০০০ টাকা
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী যোগ্য প্রার্থীদের উপপরিচালক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ি-২০, সড়ক-১১(নতুন), ৩২(পুরাতন), ধানমণ্ডি আ/এ, ঢাকা-১২০৯ বরাবর দরখাস্ত (দুই কপি ছবি, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপিসহ পূর্ণ জীবনবৃত্তান্ত এবং যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহ) আগামী ১৯/০১/২০২০ ইং এর মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। শুধু বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ
আগ্রহীরা ১৯ জানুয়ারি, ২০২০ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস