লালমনিরহাটে চাকরি দেবে পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)। প্রতিষ্ঠানটিতে হিসাব কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
হিসাব কর্মকর্তা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে বানিজ্যে স্নাতকোত্তর পাস হতে হবে। অধিক অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথীলযোগ্য।
কর্মস্থল
লালমনিরহাট, লালমনিরহাট (লালমনিরহাট সদর)।
বেতন
মাসিক সর্বসাকুল্যে ২৮,০০০-৩৩৮১০/- টাকা। এছাড়াও প্রকল্প নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধা।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্রসহ যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, দুই কপি রঙিন ছবি, দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, পেশা, পদবী, মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্নাঙ্গ জীবনবৃত্তান্ত মোবাইলনম্বরসহ আবেদনপত্র আগামী ১৫/১১/২০২২ তারিখের মধ্যে উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা
১৫ নভেম্বর,২০২২।
সূত্র : বিডিজবস