হবিগঞ্জে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে টেকনিক্যাল অফিসার নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
টেকনিক্যাল অফিসার, আইএসসিডব্লিডি প্রকল্প।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে স্নাতকোত্তর পাস হতে হবে। শিক্ষা ও গবেষণার উপর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর। প্রাথমিক শিক্ষা/ইনক্লুসিভ এডুকেশন কর্মসূচিতে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিবন্ধীদের সহায়তা সংক্রান্ত প্রকল্পে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। বাংলা ও ইংরেজিতে যোগযোগ দক্ষতা থাকতে হবে।
কম্পিউটারের নিত্য প্রয়োজনীয় প্রোগ্রামে (এমএস-অফিস এর ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ই-মেইল) কাজ করার দক্ষতা আবশ্যক। মোটরসাইকেল চালনায় দক্ষতা এবং মাঠে মোটরসাইকেল চালনার মানসিকতা (মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে) থাকতে হবে।
কর্মস্থল
হবিগঞ্জ।
বেতন
মাসিক বেতন সর্বসাকুল্যে ৪২,০০০ টাকা এছাড়া প্রকল্পের বাজেট বরাদ্দ অনুযায়ী অন্যান্য সুবিধাদি।
আবেদনের প্রক্রিয়া
আপনার জীবনবৃত্তান্ত যেখানে পাঠাবেন job.jcf@gmail.com
আবেদনের সময়সীমা
১৫ ডিসেম্বর,২০২২।
সূত্র : বিডিজবস