৫০ জনকে নিয়োগ দেবে ওয়েভ ফাউন্ডেশন
বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন জাতীয় ও স্থানীয় পর্যায়ে স্থায়িত্বশীল জীবিকায়ন, গণতান্ত্রিক সুশাসন এবং সামাজিক উন্নয়ন ও জলবায়ু ঘাত-সহিষ্ণুতা ডোমেইনের অধীনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকা বিভাগের ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা, খুলনা বিভাগের (কুষ্টিয়া, মাগুরা, যশোর বাঘেরহাট, সাতক্ষীরা ও খুলনা জেলা) এবং রাজশাহী বিভাগের (পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ) জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (লোন অফিসার) পদে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
পদের নাম
কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (লোন অফিসার)
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর। ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের ন্যূনতম অভিজ্ঞতা ,পরিশ্রমী, আত্মবিশ্বাসী এবং মোটরসাইকেল চালনায় পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল
কুষ্টিয়া, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, নওগাঁ, নাটোর, নারায়ণগঞ্জ, পাবনা, বাগেরহাট, মাগুরা, মানিকগঞ্জ, যশোর, রাজশাহী, সাতক্ষীরা।
বেতন
১৪০০০ – ১৬০০০ টাকা
বেতন ও ভাতা : খুলনা ও রাজশাহী বিভাগের জন্য বেতন ১৪,০০০/- টাকা, ঢাকা বিভাগের জন্য বেতন ১৬,০০০/- টাকা। ৩০০/- যোগাযোগ ভাতা (মোবাইল বিল) এবং প্রতি কর্ম দিবস ৫০/- হারে টিফিন ভাতা প্রদান করা হবে। অফিসে আবাসন সুবিধা প্রদান করা হবে। প্রশিক্ষনকালীন ছয় মাস সফলভাবে কাজ সম্পাদন সাপেক্ষে স্থায়ী নিয়োগের সাথে বর্ধিত বেতন ও প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ও কল্যাণ তহবিলের সুবিধা প্রদান করা হবে।
কোম্পানির সুযোগ সুবিধাদি
মোবাইল ফোন বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি প্রদান করা হবে। বার্ষিক তিনটি উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া
খামের উপরে আবেদনকৃত পদের নাম উল্লেখ থাকতে হবে। উল্লেখ্য, প্রার্থীদের ইন্টারভিউ কার্ড ও টিএ/ডিএ প্রদান করা হবে না। নিয়মিত অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করতে অনুৎসাহিত করা হচ্ছে। শুধু বাছাইকৃত প্রার্থীদেরই পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে।
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সনদপত্রসমূহের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি (সবকিছু সত্যায়িত) ও যোগাযোগ নম্বর এবং ওয়েভ ফাউন্ডেশন বরাবর ২০০/- টাকার ডিডিসহ (ওয়েভ ফাউন্ডেশন শিরোনামে সোনালী ব্যাংক, দর্শনা শাখা, চুয়াডাঙ্গা) আগামী ১২ মার্চ ২০২০ তারিখের মধ্যে ঢাকা বিভাগের জন্য : প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ৩/১১, ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা-১২০৭। খুলনা বিভাগের জন্য যশোর রিজিওনাল অফিস : ওয়েভ ফাউন্ডেশন, প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, আরবপুর মোড়, খুলনা রোড, যশোর এবং রাজশাহী বিভাগের জন্য প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ৩৪৯/১, বহরমপুর, জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী ঠিকানায় আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ১২ মার্চ.২০২০ পর্যন্ত।