বিনা অভিজ্ঞতায় চাকরির সুযোগ দিচ্ছে ব্র্যাক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সেবাদানকারী প্রতিষ্ঠান ব্র্যাক। ‘সিনিয়র অফিসার, নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড পার্টনারশিপ’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট, কমিউনিকেশনস, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ব্র্যাকের ওয়েবসাইট (bit.ly/2jLSHvs) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া ‘resume@brac.net’ জীবনবৃত্তান্ত ই-মেইল করার মাধ্যমেও আবেদন করা যাবে। প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন ১ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম