ইস্পাহানি গ্রুপে ২৫ হাজার টাকার চাকরি, সুযোগ পাচ্ছেন নতুনরাও

নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্পাহানি গ্রুপ। ‘এক্সিকিউটিভ—বিজনেস ডেভেলপমেন্ট’ পদে নারী ও পুরুষদের নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা মার্কেটিংয়ে এমবিএ অথবা অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে এমএসএস পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নতুন প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এক থেকে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া প্রতিবেদন লেখায় দক্ষ এবং কম্পিউটারজ্ঞান থাকতে হবে।
বয়স
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
নিয়োগপ্রাপ্তদের প্রথম ছয় মাস শিক্ষানবিশ সময়ে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ী হলে বেতন বাড়ানো হবে। এ ছাড়া প্রতি মাসে মোবাইল খরচ হিসেবে এক হাজার ৫০০ টাকা এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে।
কর্মস্থল
নিয়োগপ্রাপ্তদের ঢাকা ও চট্টগ্রাম জেলা ছাড়া বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
পদটিতে শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের সুযোগ থাকবে ২২ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে :
সূত্র : বিডিজবস ডটকম