এনটিভি অনলাইনে দুটি পদে নিয়োগ

জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্ম এনটিভি অনলাইনে দুটি পদে নিয়োগ দেওয়া হবে। এনটিভি অনলাইনের ইংরেজি বিভাগের জন্য ‘জুনিয়র নিউজরুম এডিটর’ পদে একজন এবং কনটেন্ট ম্যানেজমেন্ট বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ’ পদে একজন নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তরা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
জুনিয়র নিউজরুম এডিটর (ইংলিশ ডেস্ক)
দায়িত্ব ও কর্তব্য
১. বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, সংবাদ তৈরি ও সম্পাদনা করতে হবে।
২. নিউজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে।
৩. নিউজের সঙ্গে ভিডিও সংযুক্ত করা এবং জাতীয় ও আন্তর্জাতিক ফটো এজেন্সি থেকে খবর ও ছবি নামানো।
৪. সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে ধারণা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ভালো ফলসহ ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
দক্ষতা
১. পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজি ও বাংলা ভাষায় লেখায় পারদর্শী হতে হবে।
২. সংবাদ লেখা ও সংবাদ সম্পাদনা জানতে হবে।
৩. নিউজ সম্পর্কে ধারণা থাকতে হবে।
৪. মাইক্রোসফট ওয়ার্ড ও ফটোশপে ভালো দখল থাকতে হবে।
৫. ছবির ক্যাপশন লেখার দক্ষতা থাকতে হবে।
৬. ইংরেজি ও বাংলায় টাইপ এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।
৭. দক্ষতার পাশাপাশি চাপের মধ্যেও কাজ করার সামর্থ্য থাকতে হবে।
৮. কাজের ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে।
৯. অফিসের প্রয়োজনে যেকোনো সময় কাজ করার মানসিকতা থাকতে হবে।
জুনিয়র এক্সিকিউটিভ (কনটেন্ট ম্যানেজমেন্ট)
দায়িত্ব ও কর্তব্য
নিউজ আপলোড ও ফটো এডিট করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ভালো ফলসহ যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
দক্ষতা
১. পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই নিউজ সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে।
২. মাইক্রোসফট ওয়ার্ড ও ফটোশপে ভালো দখল থাকতে হবে।
৩. ইংরেজি ও বাংলায় টাইপ এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।
৪. এইচটিএমএল ও সিএসএস সম্পর্কে ধারণা থাকতে হবে।
৫. ড্যাশবোর্ড ব্যবহারে পারদর্শী হতে হবে।
৬. দক্ষতার পাশাপাশি চাপের মধ্যেও কাজ করার সামর্থ্য থাকতে হবে।
৭. কাজের ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে।
৮. অফিসের প্রয়োজনে যেকোনো সময় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বয়স
দুটি পদেই প্রার্থীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন ও অন্যান্য সুবিধা
দুটি পদেই আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে। এ ছাড়া নিয়োগপ্রাপ্তদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
শুধু উল্লেখিত যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন প্রার্থীদের পদটিতে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে। প্রার্থীরা সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ jobs.ntv@gmail.com ঠিকানায় ই-মেইল করতে পারবেন। আবেদন করার সুযোগ থাকছে ৩১ মে, ২০১৭ পর্যন্ত।