শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটি তিনটি বিভাগে মোট তিনটি পদে শিক্ষক নিয়োগ দেবে।
ইন্টারন্যাশনাল বিজনেস, ম্যানেজমেন্ট/এইচআরএম এবং ফাইন্যান্স বিভাগে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
সহযোগী অধ্যাপক প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকতে হবে। সেই সঙ্গে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং পিএইচডি ডিগ্রি লাভের পর কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সহকারী অধ্যাপক প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর এম.ফিল/মাস্টার্স/অর্নাসও লাগবে, সঙ্গে প্রতিটি ক্ষেত্রে সিজিপিএ ৪-এর মধ্যে ৩.৫ পেতে হবে। কোন পর্যায়ে প্রথম শ্রেণি এবং কমপক্ষে ৩টি প্রকাশিত গবেষণাকর্ম থাকতে হবে।
প্রভাষক প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর লাগবে এবং সিজিপিএ ৪-এর মধ্যে ৩.৫ থাকতে হবে। প্রতিটি পর্যায়ে প্রথম শ্রেণি বাধ্যতামূলক।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে এই ঠিকানায় : (www.uiu.ac.bd/jobs)।
আবেদনের শেষ তারিখ
আগামী ২৬ আগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
আরো বিস্তারিত জানতে দেখুন- www.uiu.ac.bd/jobs