ব্র্যাকে ক্যারিয়ার গড়ুন
ব্র্যাক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র ম্যানেজার/ম্যানেজার, ফান্ড রাইজিং, ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম পদে নিয়োগ দেবে। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
সিনিয়র ম্যানেজার/ম্যানেজার, ফান্ড রাইজিং, ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম
যোগ্যতা
প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউশন থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, পরিসংখ্যান অথবা সমমান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএতে মাস্টার্স উত্তীর্ণ হতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সিজিপিএ ২.৫০-এর নিচে প্রাপ্তরা আবেদন করতে পারবেন না। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে careers.brac.net—এ ঠিকানার মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
১৬ মার্চ-২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : জাগোজবস ডটকম