চ্যানেল টোয়েন্টিফোরে চাকরি

চ্যানেল টোয়েন্টিফোর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চ্যানেলটি জুনিয়র ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
জুনিয়র ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার
যোগ্যতা
প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ইইই/ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস হতে হবে। অনভিজ্ঞ প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে।
বেতন
কোম্পানি পলিসি অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র ‘চ্যানেল টোয়েন্টিফোর, ৩৮৭ (দক্ষিণ) তেজগাঁও, আই/এ, ঢাকা-১২০৮’ এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা
১৫ এপ্রিল-২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : জাগোজবস ডটকম