বাংলাদেশ বিমানবাহিনীতে ক্যারিয়ার গড়ুন

অফিসার ক্যাডেট হিসেবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। বিভিন্ন পত্রপত্রিকাসহ অনলাইনেও এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সব স্থায়ী নাগরিক আবেদন করতে পারবেন।
পদের নাম
অফিসার ক্যাডেট
যোগ্যতা
অফিসার ক্যাডেট পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান/গণিত/বিবিএতে (ফিন্যান্স) স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে। তবে স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। প্রার্থীর উচ্চতা অবশ্যই ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি (পুরুষ) ও ৫ ফুট ২ ইঞ্চি (মহিলা) এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে। প্রার্থীর বয়স ন্যূনতম ২০ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়সী হতে হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
বেতন
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণকালীন বেতন ১০ হাজার টাকা। এ ছাড়া প্রশিক্ষণ শেষে নির্ধারিত বেতন স্কেলে বেতন-ভাতা, উচ্চতর শিক্ষার সুযোগ, বিনামূল্যে আহার ও বাসস্থান, ভর্তুকি মূল্যে রেশন প্রদানসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ বিমানবাহিনীর ওয়েবসাইটে (www.joinbangladeshairforce.mil.bd) এবং JoinBAF অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ পদ্ধতি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়
অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে ২ জানুয়ারি, ২০১৯ তারিখে। এবং আবেদন করা যাবে আগামী ২০ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত। ২ জানুয়ারি, ২০১৯ থেকে ২০ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত উল্লিখিত বিভিন্ন তারিখে পরীক্ষার জন্য ‘বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫’ ঠিকানায় উপস্থিত হতে হবে।
সূত্র : দৈনিক কালের কণ্ঠ, ৩১ ডিসেম্বর, ২০১৮।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে