প্যারামেডিক পদে চাকরি করুন
বেসরকারি সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে প্যারামেডিক পদে নিয়োগ দেওয়া হবে। অনুকুল ফাউন্ডেশন এর অর্থায়নে পরিচালিত সংস্থার প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট এর আওতায় শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদের জন্য যোগ্যতাসম্পন্ন নারী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
প্যারামেডিক
পদসংখ্যা
নির্দিষ্ট নয়
যোগ্যতা
প্রার্থীকে প্যারামেডিক ডিপ্লোমা/মিডওয়াফারি ডিগ্রি পাস হতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। সংশ্লিষ্ট কাজে দুই-তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কর্ম এলাকার সাধারণ মানুষের সাথে মিশে কাজ করার মানসিকতা থাকতে হবে।স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সময়ে সময়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন ও এতদ্বসংক্রান্ত দায়িত্বাবলী পালনের মানসিকতা থাকতে হবে। কর্ম এলাকায় অবস্থান করে এবং নির্ধারিত অফিস সময় মেনে কার্যাবলি সম্পন্ন করতে হবে।
অভিজ্ঞতা
প্রার্থীকে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।
কর্মস্থল
মুন্সীগঞ্জ
বেতন-ভাতা
১৩,৫০০/- টাকা, এ ছাড়া দৈনিক লাঞ্চ ভাতা ও যাতায়াত ভাতা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রসহ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি, দুই কপি রঙিন ছবি, দুজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, পেশা, পদবি, মোবাইল ফোন নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত মোবাইল ফোন নম্বরসহ আবেদনপত্র "উপরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭" এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে।
অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়। শুধু বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে।
আবেদনের সময়
আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ মে, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস