চাকরি করুন সেভ দ্য চিলড্রেনে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। প্রতিষ্ঠানটিতে কেয়ার গিভার-ডে কেয়ার সেন্টারে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
কেয়ার গিভার-ডে কেয়ার সেন্টার
পদসংখ্যা
কেয়ার গিভার-ডে কেয়ার সেন্টারে দুজনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজিতে যোগাযোগের দক্ষতা থাকলে প্রাধান্য দেওয়া হবে। শিশু পরিচর্যা/ডে কেয়ার সেন্টারে কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে। প্রার্থীকে সৎ, পরিশ্রমী এবং ভালো আচরণের অধিকারী হতে হবে।
অভিজ্ঞতা
প্রার্থীর সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে
কর্মস্থল
কক্সবাজার
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, দুই কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি, মোবাইল/টেলিফোন নম্বর উল্লেখ পূর্বক দরখাস্ত আগামী জুন ১০, ২০১৯ তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ, সেভ দ্য চিলড্রেন, কক্সবাজার অফিস (হোটেল সি প্যালেস, ক্রাউন প্লাজা, নিচতলা, কলাতলী রোড, কক্সবাজার) বরাবর আবেদনপত্র পৌঁছানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। কক্সবাজার এবং এতদসংলগ্ন এলাকার যোগ্য মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। শুধু বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাতের জন্য ডাকা হবে।
আবেদনের শেষ তারিখ
আগ্রাহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১০ জুন, ২০১৯।
সূত্র : বিডিজবস