নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীর রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইস্থ প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জমের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (চুক্তিভিত্তিক) নিম্নলিখিত পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা স্বশরীরে উপস্থিত হয়ে যোগ্যতা প্রমাণের মাধ্যমে চাকরির সুযোগ নিতে পারেন।
পদের নাম
প্রশিক্ষক (পদার্থ, রসায়ন, বাংলা), ডেমনস্ট্রেটর(পদার্), ল্যাব অ্যাটেনডেন্স(পদার্থ ও রসায়ন ল্যাবরেটরি) ও জুনিয়র প্রশিক্ষক (পদার্থ ল্যাবরেটরি)।
পদসংখ্যা
সাতটি
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থ/রসায়ন/বাংলা বিষয়ে স্নাতক পাসসহ উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল
প্রশিক্ষক (পদার্থ, রসায়ন, বাংলা) ও ডেমনস্ট্রেটর (পদার্) পদের বেতন ২৬০০০ টাকা এবং
ল্যাব অ্যাটেনডেন্স(পদার্থ ও রসায়ন ল্যাবরেটরি) ও জুনিয়র প্রশিক্ষক (পদার্থ ল্যাবরেটরি) পদের বেতন ২০,০০০ টাকা। তবে সরকারি নিয়মানুযায়ী ১০% ভ্যাট কর্তন করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অধিনায়ক, বানৌজা শহীদ মোয়াজ্জম বরাবর আবেদনপত্র, বায়োডাটা, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয়তার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ বিজ্ঞপিতে উল্লিখিত তারিখ ও সময় অনুযায়ী নিম্নোক্ত ঠিকানায় উপস্থিত হতে হবে।
ঠিকানা : বানৌজা শহীদ মোয়াজ্জম, কাপ্তাই, রাঙামাটি পার্বত্য জেলা।
মৌখিক পরীক্ষার তারিখ, ২৫ আগস্ট, ২০১৯।
সূত্র : সমকাল, ১৬ আগস্ট, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে...