এসকেএফ ফার্মাতে চাকরির সুযোগ
এসকেএফ বাংলাদেশ লিমিটেড জুনিয়র ল্যাবরেটরি অ্যানালিস্ট পদে জনবল নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে।
যাঁরা আবেদন করতে পারবেন
ফার্মেসিতে তিন থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ৩০ বছর বা এর কম হতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেবে এসকেএফ বাংলাদেশ।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা তাঁদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও পাসপোর্ট আকৃতির ছবিসহ আবেদন করতে পারবেন career@skf.transcombd.com ইমেইল ঠিকানায়। ইমেইলের বিষয়ে পদের নাম ‘জুনিয়র ল্যাবরেটরি অ্যানালিস্ট’ উল্লেখ করতে হবে। আবেদন করা যাবে আগামী ১২ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ২০ নভেম্বর -২০১৫ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :