মাত্র ১৩ কোটিতে ‘মান্নাত’ কিনেছিলেন শাহরুখ, এখন দাম কত?

মুম্বাইয়ের বান্দ্রার সমুদ্রপাড়ে দাঁড়িয়ে আছে এক স্বপ্নের বাড়ি—‘মান্নাত’। শাহরুখ খানের সেই বাড়ি আজ শুধু একটি ঠিকানা নয়, বরং এক প্রতীক। যে ভক্ত মুম্বাই ঘুরতে যান, অনেকের জন্য তার সফর অসম্পূর্ণ থেকে যায় যদি মান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে একটি ছবি না তোলেন।
হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে দাবি করছে, ২০০১ সালে প্রায় ১৩ কোটি টাকা দিয়ে এই প্রাসাদ কিনেছিলেন শাহরুখ খান। বলেছিলেন, বাবা–মা হারানোর পর নিজের মাথা গোঁজার স্থায়ী জায়গা খুঁজছিলেন তিনি। শুরুতে নাম রেখেছিলেন ‘জান্নাত’। পরে সেটিই হয়ে ওঠে ‘মান্নাত’—যার মানে প্রার্থনা।
এখনকার মান্নাত ২৭ হাজার বর্গফুট আয়তনের এক মহল। ভেতরে আছে বাগান, সুইমিং পুল, জিম, অফিস, লাইব্রেরি, ৪২ আসনের সিনেমা হল এবং পুরস্কার-ট্রফির জন্য আলাদা কক্ষ। প্রতিটি দেয়াল যেন সাক্ষী শাহরুখের পথচলার।
রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে, মান্নাত বিক্রি হলে এর দাম সহজেই ২০০ কোটি টাকার ওপরে যাবে। তবে শাহরুখ বহুবার স্পষ্ট করেছেন, এই বাড়ি বিক্রির প্রশ্নই ওঠে না।
শতবর্ষী ইতিহাসও জড়িয়ে আছে মান্নাতের সঙ্গে। একসময় এর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। ১৯১৪ সালে নির্মিত সেই স্থাপনা আজ গ্রেড–৩ হেরিটেজ সম্পত্তি। পুরোনো কাঠামো অক্ষুণ্ণ রেখেই শাহরুখ যুক্ত করেছেন ছয়তলা অ্যানেক্স।
শাহরুখ খানের কাছে মান্নাত কেবল বিলাস নয়—এটি তার স্বপ্নের বাস্তব রূপ, হারানোর বেদনা থেকে উঠে আসা এক প্রার্থনার ঠিকানা।