বিআরটিসিতে অপারেটর পদে ২০০ নিয়োগ

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অপারেটর (চালক) পদে অস্থায়ীভাবে ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন অপারেটর (ড্রাইভার) পদে। আবেদনকারীদের পাবলিক সার্ভিস ভেহিক্যালসহ ভারী যানবাহন চালনায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগামী ৩১ ডিসেম্বর-২০১৫ তারিখে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। জাতীয় বেতন স্কেল অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা চার হাজার ৭০০ টাকা থেকে নয় হাজার ৭৪৫ টাকা বেতন পাবেন। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তাঁরা।
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজ ও ১০০ টাকা ব্যাংক ড্রাফটসহ আবেদন করতে পারবেন ২১ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দৈনিক যুগান্তর পত্রিকায় ১৮ ডিসেম্বর-২০১৫ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :