এক্সিকিউটিভ এডিটর নিয়োগ দেবে বিবিসি মিডিয়া

বিবিসি মিডিয়া অ্যাকশান এক্সিকিউটিভ এডিটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১২ মাসের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে পদটিতে। আবেদনের জন্য বিস্তারিত তথ্য :
যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো বিষয় থেকে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। এ ছাড়া প্রার্থীদের টেলিভিশন বা রেডিও অনুষ্ঠান প্রযোজনায় কমপক্ষে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদনের নির্ধারিত ফরম (http://hotjobs.bdjobs.com/jobs/bbcmediaaction/JAF-129.doc) ইমেইল করে পাঠাতে পারবেন applications@bd.bbcmediaaction.org ঠিকানায়। ইমেইলের বিষয়ে চাকরির পদবি উল্লেখ করতে হবে। পদটিতে আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিবিসি মিডিয়া অ্যাকশান কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
সূত্র : বিডিজবস ডটকম