রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন পদে মোট ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :
অধ্যাপক
অধ্যাপক পদে তওই কৌশল বিভাগে তিনজন, সিএসই বিভাগে একজন এবং যন্ত্রকৌশল বিভাগে একজন নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত অধ্যাপক বেতন পাবেন ২৯ হাজার টাকা থেকে ৩৫ হাজার ৬০০ টাকা।
সহযোগী অধ্যাপক
তওই কৌশল বিভাগে একজন এবং পদার্থবিদ্যা বিভাগে একজন সহযোগী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। সহযোগী অধ্যাপক বেতন পাবেন ২৫ হাজার ৭৫০ টাকা থেকে ৩৩ হাজার ৭৫০ টাকা।
প্রভাষক
প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে ১৬ জনকে। এর মধ্যে তওই কৌশল বিভাগে একজন, যন্ত্রকৌশল বিভাগে একজন, গ্লাস অ্যান্ড সিরামিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে দুজন, ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে তিনজন, কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং বিভাগে তিনজন, ইউআরপি বিভাগে একজন, আর্কিটেকচার বিভাগে একজন, গণিত বিভাগে একজন, পদার্থবিদ্যা বিভাগে একজন, রসায়ন বিভাগে একজন এবং মানবিক (অর্থনীতি) বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১১ হাজার টাকা থেকে ২০ হাজার ৩৭০ টাকা।
কর্মকর্তা
কর্মকর্তা পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে চিফ মেডিকেল অফিসার পদে একজন, ডেপুটি রেজিস্ট্রার পদে একজন, উপপরিচালক পদে একজন, অ্যাকাউন্টস অফিসার বা বাজেট অফিসার পদে একজন, মেডিকেল অফিসার পদে একজন এবং সহকারী টেকনিক্যাল অফিসার পদে একজন নিয়োগ দেওয়া হবে।
অন্যান্য তথ্য
পদগুলোতে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা, শর্তাবলী, আবেদনের নির্ধারিত ফরম পাওয়া যাবে রুয়েটের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) এবং রূপালি ব্যাংক লিমিটেড, রুয়েট শাখায়। আগ্রহী প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন আগামী ৩১ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দ্য ডেইলি স্টার পত্রিকায় ১৫ জানুয়ারি-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :