আকর্ষণীয় বেতনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৫৩ নিয়োগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চার ধরনের পদে ৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :
সহকারী রেজিস্ট্রার
সহকারী রেজিস্ট্রার পদে একজন নিয়োগ দেওয়া হবে। বয়স ৩৫ থেকে ৪৫ বছর এবং বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাস বা কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে ২৯ হাজার টাকা থেকে ৬৩ হাজার ৪১০ টাকা।
মেডিকেল অফিসার (ডেন্টিস্ট্রি)
ব্যাচেলর অব ডেন্টাল সার্জন ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন একটি পদে। পদটিতে নিয়োগ দেওয়া হবে ২১ থেকে ৩০ বছর বয়সী প্রার্থীদের। নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার বেতন পাবেন ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
সেকশন অফিসার
সেকশন অফিসার পদে বেতন দেওয়া হবে ৫০ জন। যেকোনো বিষয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছর হতে হবে। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
লিফটম্যান
লিফটম্যানের একটি পদে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণি পাস ও তিন বছরের অভিজ্ঞ প্রার্থীরা। প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে। পদটিতে নয় হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত নিয়মানুযায়ী আবেদন করতে পারবেন আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।