সরাসরি সাক্ষাৎকারে অনভিজ্ঞদের নিয়োগ দেবে এসকায়েফ
এসকায়েফ বাংলাদেশ লিমিটেড ‘মেডিকেল সার্ভিসেস’ অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
যাঁরা আবেদন করতে পারবেন
যেকোনো বিষয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে। আবেদনের জন্য বয়স ৩০ বছর বা এর কম হতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেবে এসকায়েফ বাংলাদেশ।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সম্প্রতি তোলা পাসপোর্ট আকৃতির ছবি এবং নিজ হাতে লিখিত আবেদনপত্রসহ সরাসরি সাক্ষাৎকারের জন্য আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞাপনে উল্লেখিত তারিখ ও স্থানে সাক্ষাৎকার নেওয়া হবে।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ১৮ মার্চ, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।