সেলস অ্যাসোসিয়েট পদে অনভিজ্ঞদের নিয়োগ দিচ্ছে নোভারটিস
বিশ্বখ্যাত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভারটিস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেলস অ্যাসোসিয়েট পদে সম্পূর্ণ অনভিজ্ঞদের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। দেখে নিন পদটি সম্পর্কে বিস্তারিত :
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো বিষয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে। তবে আবেদনের জন্য প্রার্থীদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না।
অন্যান্য যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীদের ইংরেজি ও বাংলা যোগাযোগে পারদর্শী হতে হবে। এ ছাড়া মোটরসাইকেল চালনায় দক্ষতা ও বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন বিডিজবস ডটকমের মাধ্যমে। আবেদন করা যাবে ৩০ এপ্রিল-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে নোভারটিস প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :