আকিজ গ্রুপে চাকরির সুযোগ, বেতন ২৫-৩০ হাজার
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপ। রিজিওনাল অ্যাকটিভেশন কো-অর্ডিনেটর, ঢাকা টোব্যাকো ইন্ডাস্ট্রিজ পদে আটজনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত
যোগ্যতা
স্বনামধন্য পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া আবেদনকারীদের এক থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু অনূর্ধ্ব ৩১ বছরের পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
বেতন-ভাতা
নিয়োগপ্রাপ্তদের ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এ ছাড়া থাকবে ল্যাপটপ, মোবাইল ও ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা।
আবেদন প্রক্রিয়া
পদটিতে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন বিডিজবস ডটকমের মাধ্যমে। আবেদন করা যাবে ৯ মে, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম