বাংলাদেশিদের জন্য মাইক্রোসফটে চাকরির সুযোগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/06/07/photo-1465280506.jpg)
টেক জায়ান্ট মাইক্রোসফট বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সলিউশন সেলস স্পেশালিস্ট’ পদে নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিখ্যাত এই প্রতিষ্ঠানের অংশ হতে দেখে নিন বিস্তারিত :
যোগ্যতা
এমবিএ (পার্টটাইম অথবা ফুলটাইম) করছেন বা ছয় মাসের মধ্যে শেষ করেছেন এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। এমবিএ শুরুর আগে আবেদনকারীদের সব মিলিয়ে সর্বোচ্চ সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া আবেদনকারীদের মৌখিক ও লিখিত যোগাযোগ এবং উপস্থাপনায় দক্ষ হতে হবে। বিশ্লেষণ ক্ষমতাসম্পন্ন, বিক্রয়ে দক্ষ ও আইটি-সংক্রান্ত কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার পাওয়া যাবে পদটিতে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন মাইক্রোসফটের ওয়েবসাইটের মাধ্যমে।