বিশ্বখ্যাত গালফ এয়ারে বিভিন্ন পদে আকর্ষণীয় চাকরি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/06/07/photo-1465310549.jpg)
বিশ্ববিখ্যাত বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান গালফ এয়ার বাংলাদেশে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে। ঢাকার অভ্যন্তরে আট ধরনের পদে নিয়োগের জন্য সম্প্রতি একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে তারা।
পদগুলোর মধ্যে বাণিজ্যিক কার্যাবলী সম্পাদনের জন্য রিজার্ভেশন অ্যান্ড টিকেটিং অফিসার, সেলস এক্সিকিউটিভ এবং সেলস অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। পরিচালনা সংক্রান্ত কাজের জন্য স্টেশন সিকিউরিটি অফিসার (দুই), কাস্টমার সার্ভিস এজেন্ট, এয়ার্পোর্ট ডিউটি অফিসার (দুই) এবং র্যাম্প সার্ভিস অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া অর্থায়ন সংক্রান্ত কাজ করার জন্য অ্যাকাউন্টস অফিসার পদে জনবল নেওয়া হবে।
আকর্ষণীয় এ পদগুলোতে থাকবে উচ্চবেতনসহ বিভিন্ন সুযোগ সুবিধা। তাই পদগুলোতে চাকরি করতে আগ্রহী হলে এখনই আবেদন করা যাবে careers.gulfair.com ওয়েবসাইট ঠিকানার মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ ১৭ জুন, ২০১৬।
বিস্তারিত জানতে দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকায় ৭ জুন, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :