দৈনিক জনকণ্ঠে খণ্ডকালীন সাংবাদিকতার সুযোগ

সাংবাদিকতার সুযোগ দিয়ে দৈনিক জনকণ্ঠ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জনপ্রিয় এ দৈনিকটি তাদের ফিচার পাতায় আনতে যাচ্ছে নতুনত্ব। সেখানেই নিয়োগ দেওয়া হবে কয়েকজন খণ্ডকালীন প্রতিবেদক। পদটিতে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের হতে হবে উদ্যমী, পরিশ্রমী এবং সাংবাদিকতায় আগ্রহী। কোনোপ্রকার পূর্ব কাজের অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে এই চাকরির জন্য।
আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে ৫০০ শব্দের মধ্যে একটি ফিচার লিখে, জীবনবৃত্তান্তসহ পাঠাতে হবে ‘মানবসম্পদ বিভাগ, দৈনিক জনকণ্ঠ, জনকণ্ঠ ভবন, ২৪/এ রাশেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন, ঢাকা-১০০০’ ঠিকানায়। এ ছাড়া ইমেইল করা যাবে gjspltd@gmail.com ঠিকানায়। আবেদনপত্র গ্রহণ করা যাবে ৩০ জুন-২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম