কাস্টমার সার্ভিসে জনবল নিচ্ছে গ্রামীণফোন

জনপ্রিয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন কাস্টমার সার্ভিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি-ডিজিটাল কেয়ার, ডিজিটাল চ্যানেলস’ পদে নিয়োগ দেওয়া হবে। স্বল্পকালীন মেয়াদের এ পদটিতে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত :
যোগ্যতা
স্বনামধন্য পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নরত বা নাম অন্তর্ভুক্ত আছে এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে নিয়োগের ক্ষেত্রে কাস্টমার সার্ভিস অথবা সামাজিক যোগাযোজ মাধ্যমগুলোতে ন্যূনতম ছয় মাস কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া আবেদনকারীদের ইংরেজি যোগাযোগে দক্ষ, কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে পারদর্শী এবং টাইপিংয়ে দ্রুতগতিসম্পন্ন (৪০ শব্দ প্রতি মিনিট) হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন গ্রামীণফোনের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ ২১ জুন-২০১৬।
বিস্তারিত জানতে গ্রামীণফোনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :