ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে নতুনদের শিক্ষকতার সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় এক দৈনিকে প্রকশিত এ বিজ্ঞাপন অনুযায়ী প্রভাষক পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম সিজিপিএ ৩.৫০ (৪.০০-এর মধ্যে) অথবা প্রথম শ্রেণিতে এমবিএ পাস হতে হবে। সঙ্গে সিজিপিএ ৩.৫০ (৪.০০-এর মধ্যে) অথবা প্রথম শ্রেণিতে চার বছর মেয়াদি বিবিএ ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি বা আইন থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ন্যূনতম জিপিএ ৪.২৫ (৫.০০-এর মধ্যে) পেয়ে পাস করতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্ত প্রভাষক বেতন পাবেন ২৩ হাজার থেকে ৫৫ হাজার ৪৭০ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আট কপি আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সত্যায়িত শিক্ষাসনদ, নম্বরপত্র, প্রশংসাপত্র, পাসপোর্ট আকৃতির ছবি ও ৭৫০ টাকার ব্যাংক ড্রাফট দিতে হবে। ২৬ জুলাই, ২০১৬ তারিখের মধ্যে আবেদন করা যাবে ‘ডাইরেক্টর, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০’ ঠিকানায়।
বিস্তারিত জানতে দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :