৫২৮ পদে নিয়োগ দিচ্ছে আরআরএফ
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫২৮ পদে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। পদগুলোর মধ্যে রয়েছে :
সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক
এই পদে নিয়োগ পাবেন ১০ জন। স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে অন্যান্য সুবিধাসহ বেতন দেওয়া হবে ২৪ হাজার ৭৮০ টাকা।
মনিটরিং অফিসার
মনিটরিং অফিসার পদে নিয়োগ পাবেন পাঁচজন। স্নাতক বা স্নাতকোত্তর পাস এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে সর্বসাকল্যে বেতন দেওয়া হবে ২২ হাজার ৫৭ টাকা। সঙ্গে থাকবে অন্যান্য সুবিধা।
ডেপুটি মনিটরিং অফিসার
এই পদে নিয়োগ দেওয়া হবে ১০ জনকে। স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তরা বিভিন্ন সুবিধাসহ বেতন পাবেন ২০ হাজার ৩৬৫ টাকা।
শাখা ব্যবস্থাপক
৫০ জনকে এই পদে নিয়োগ দেওয়া হবে। স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। নিয়োগপ্রাপ্তরা বিভিন্ন সুবিধাসহ বেতন পাবেন ২০ হাজার ৩৬৫ টাকা।
সহকারী শাখা ব্যবস্থাপক
পদটিতে নিয়োগ পাবেন ৫০ জন। স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। বিভিন্ন সুবিধাসহ নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৭ হাজার ৩৬৮ টাকা।
সহকারী শাখা হিসাবরক্ষক
সহকারী শাখা হিসাবরক্ষক পদে নিয়োগ দেওয়া হবে ১০০ জন। স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১৬ হাজার ২২০ টাকা। সঙ্গে মোবাইল ভাতা দেওয়া হবে।
ক্রেডিট অফিসার
ক্রেডিট অফিসার পদে নিয়োগ পাবেন ২০০ জন। স্নাতক পাস এবং বয়স অনূর্ধ্ব ৩০ বছর হলেই আবেদন করা যাবে। পদটিতে বেতন দেওয়া হবে ১৪ হাজার ৭৩০ টাকা। সঙ্গে থাকবে মোবাইল ভাতা।
জুনিয়র ক্রেডিট অফিসার
পদটিতে নিয়োগ পাবেন ১০০ জন। উচ্চ মাধ্যমিক পাস এবং বয়স অনূর্ধ্ব ৩০ বছর হলে আবেদন করা যাবে। বেতন দেওয়া হবে ১২ হাজার ৯১২ টাকা।
ড্রাইভার
তিনটি শূন্য পদে ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক পাস এবং গাড়ি চালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ৩০ বছর বয়সের প্রার্থীরা। বেতন দেওয়া হবে ১২ হাজার ৯১২ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ২৫ জুন, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।