উচ্চমাধ্যমিক পাসেই ওয়ালটনে চাকরির সুযোগ

সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চাকরির সুযোগ দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। প্রতিষ্ঠানটির হোম অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিক্রয় ও বিপণনের জন্য ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের যেকোনো জেলায় এ নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদনের যোগ্যতা
ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। হোম অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিক্রয় ও বিপণন কাজে অভিজ্ঞরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া অভিজ্ঞদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স অনূর্ধ্ব-২৫ বছর।
আবেদন প্রক্রিয়া
যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা জীবনবৃত্তান্ত, এক কপি পাসপোর্ট আকৃতির রঙিন ছবি, সব শিক্ষাসনদের কপি ও জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে পারবেন ‘নির্বাহী পরিচালক, পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন বিভাগ, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল-৬), ৫ রাজউক এভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০’ ঠিকানায়। এ ছাড়া আবেদনপত্র ই-মেইল করা যাবে jobs@waltonbd.com ঠিকানায়। বিজ্ঞাপন প্রকাশের পর থেকে ১৫ দিন পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।
বিস্তারিত জানতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ১৭ জুলাই, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :