অ্যাপেক্স শোরুমে ম্যানেজার পদে নতুনদের জন্য ১০০ চাকরি
অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড তাঁদের বিভিন্ন শোরুমে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে প্রকাশিত এ বিজ্ঞাপন অনুযায়ী ‘অ্যাসিস্ট্যান্ট শোরুম ম্যানেজার’ পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। অভিজ্ঞতা ছাড়াই পদটিতে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
যোগ্যতা
স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। মূলত অভিজ্ঞতাহীন প্রার্থীদের আবেদনের জন্য বলা হলেও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৩ থেকে ২৭ বছর হতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে পদটিতে নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা তাঁদের জীবনবৃত্তান্ত career@apexfootwearltd.com ই-মেইল ঠিকানায় পাঠাতে পারবেন। ই-মেইলের বিষয়ের স্থানে পদের নাম ‘অ্যাসিস্ট্যান্ট শোরুম ম্যানেজার’ উল্লেখ করতে হবে। এ ছাড়া বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৩১ জুলাই, ২০১৬।