সাংবাদিক নিয়োগ দিচ্ছে নতুন চ্যানেল বাংলা টিভি

শিগগিরই চালু হতে যাচ্ছে নতুন টেলিভিশন চ্যানেল বাংলা টিভি। এ লক্ষ্যে তারা সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞাপন অনুযায়ী টিভি চ্যানেলটিতে সাংবাদিকতার জন্য জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রধান নিয়োগ দেওয়া হবে।
জেলা প্রতিনিধি
যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সাংবাদিকতায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ২৫ থেকে ৩৫ বছর এবং আইটি সম্পর্কে ধারণা থাকতে হবে। স্থানীয় সাংবাদিকদের নিজস্ব জেলায় নিয়োগ দেওয়া হবে।
ব্যুরো প্রধান
যেকোনো বিষয় থেকে কমপক্ষে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাথে খবরের কাগজ ও টেলিভিশন চ্যানেলে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ সাংবাদিকতায় মোট ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ৩০ থেকে ৪০ বছর এবং আইটি সম্পর্কে ধারণা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ‘বাংলা টিভি ভবন, ৮৩ সিদ্ধেশ্বরী রোড, ঢাকা-১২১৭’ ঠিকানায় আবেদন করতে পারবেন। এ ছাড়া আবেদনপত্র ইমেইল করা যাবে career@banglatv.tv ঠিকানায়। আবেদন করা যাবে ২০ আগস্ট, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ৫ আগস্ট, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন-